Tuesday, January 29, 2019

            
       
             COMPUTER BASIC


Hi 
    বন্ধু রা তোমরা কেমন আছ ? আসাকরি  সবাই ভাল আছ, এইটা আমার প্রথম ব্লগ তাই আমি কোনো Add এর জন্য এটা লিখছিনা , এটা কেবল মাত্র Starting views .
    
      Computer Basic হল এমন একটা বিষয় যা আমাদের প্রত্যেকের মধ্যে আছে ,আমাদের কেবল মাত্র সেটির সাথে পরিচিত হতে হবে, আর তার জন্য গোটা ব্লগ টা তোমাদের মন দিয়ে পড়তে হবে।
                       

                    বর্তমানে মানুষের প্রতিটি পদক্ষেপে কম্পিউটার এর ব্যবহার প্রয়োজন,আর সেই কথা মাথায় রেখে তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু বেসিক কথা বলবো।



১)    আমরা যারা কম্পিউটার বাড়িতে নিয়েছি তারা প্রত্যেকে কোনো না কোনো কাজের সাথে যুক্ত।
২)   এছারা ও কিছু বন্ধু আছে যারা কম্পিউটার কিনেছো কিন্তু যথা উপযুক্ত ব্যবহার করতে পারছো না।
৩)   অনেকে আবার বাড়ি থেকে কম্পিউটার এর মাধ্যমে অর্থ উপার্যন করতে চেষ্টা করছো।
৪)    কেউ তার বন্ধুর বাড়ি গিয়ে কম্পিউটার শিখছো।



                                        উপরি উক্ত সকল কারণে আমরা প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কম্পিউটার এর সাথে যুক্ত, কিন্তু কম্পিউটার ব্যবহার করার পূর্বে আমাদের এর বেসিক সম্পর্কে কিছু জানা দরকার।


                                                                 NOW START 
কম্পিউটার কথার অর্থ একটি গনন যন্ত্র একে আমরা বিভিন্ন যান্ত্রিক উপায়ে ব্যবহার করে থাকি।
কম্পিউটার বলতে কেবল মাত্র একটি যন্ত্র কে বোঝায় না ,একাধিক যন্ত্র নিয়ে গঠিত হয় এই কম্পিউটার। তার মধ্যে কয়েকটি হল ........................

     ১)   সি পি উ কেবিনেট -  ( যাকে আমরা CPU বলে থাকি)
     ২)   এই সি পি উ কেবিনেটের ভিতর অনেক কিছু থাকে যেমন ......( এস এম পি এস, মাদার                        বোর্ড,র‍্যাম,র‍্যম(হার্ড ডিস্ক),ভিসিডি / ডিভিডি রাইটার,গ্রাফিক্স কার্ড,
     ৩)  মনিটর ( সি আর টি / এল সি ডি / এল ই ডি )
     ৪)   স্পিকার ( হম্থিয়েটার)
     ৫)   মাউস
     ৬)  কী বোর্ড
      ৭)  এছাড়া ও অন্যান্য অনেক ডিভাইস আছে ।
             
                           


          উপরিউক্ত সকল জিনিস কে নিয়ে গঠিত হয় একটি                  কম্পিউটার




                      আজ এই পর্যন্ত্য বাকী টা কমেন্ট করলে দেব ......।।



                      কমেন্ট  কমেন্ট     কমেন্ট    কমেন্ট ............।










Share:

6 Comments:

Ordered List

Definition List

ads

Pages